আসন্ন দুর্গাপুজা উপলক্ষ্যে লাউদোহায় প্রশাসনিক বৈঠক
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩অক্টোবরঃ
করোনা আবহে আসন্ন শারদ উৎসবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সরকারি বিধি মেনে কিভাবে পুজোর আয়োজন করতে হবে সেই বিষয়ে লাউদোহা ব্লক এলাকার পুজো কমিটি গুলির সাথে বিশেষ বৈঠক করলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। শনিবার বিকেলে এই বৈঠকটি আয়োজিত হয় ফরিদপুর(লাউদোহা) থানায়। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল মন্ডল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি(পূর্ব) স্বপন দত্ত, সিআই দেবজ্যোতি সাহা, বিডিও (লাউদোহা) মিনাল কান্তি বাগচী সহ লাউদোহা এলাকার চল্লিশটিরও বেশি সর্বজনীন পূজা কমিটির প্রতিনিধিরা। করোনা আবহে সংক্রমণ এড়াতে পুজো কমিটি গুলিকে কি কি ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে আলোচনা করেন প্রশাসনিক কর্তারা। উৎসবের দিনগুলিতে এলাকায় আইন-শৃঙ্খলা যাতে ব্যাহত না হয় সেই বিষয়টিও গুরুত্ব পায় এই বৈঠকে।