উত্তরপ্রদেশের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের দাবি বিজেপি নেতা সায়ন্তন বসুর
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩অক্টোবরঃ
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের সিলামপুর এলাকায় বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে কৃষি বিল সমর্থনে একটি মিছিল বের করে শুক্রবার। এই মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শায়ন্তন বসু জানান উত্তর প্রদেশে যে ঘটনা ঘটেছে সেই অভিযুক্ত দের এনকাউন্টার করা হবে শীঘ্রই, যা এই রাজ্যে হয় না।
কাঁকসা সিলামপুর থেকে কাঁকসা গোপালপুর পর্যন্ত পদ মিছিলের অনুমতি থাকলেও বিজেপি কর্মীরা বাইক মিছিল করে কাঁকসার গোপালপুর যাওয়া চেষ্টা করলে কাঁকসা থানার পুলিশ সেই বাইক মিছিল আটকে দেয়।