উত্তরপ্রদেশের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে কংগ্রেসের “অবস্থান সত্যাগ্রহ”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫সেপ্টেম্বরঃ
উত্তরপ্রদেশের হাথরসে গণধর্শণ ও পরে মৃত্যুর ঘটনার প্রতিবাদে সামিল হল জাতীয় কংগ্রেসের সদস্যবৃন্দ। সোমবার শিল্পাঞ্চল দুর্গাপুরের ইস্পাত নগরীর এজোনের হর্ষবর্ধণ রোডের রোটারীতে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশের “অবস্থান সত্যাগ্রহ” করলেন কংগ্রেসের নেতা কর্মীরা। নির্যাতিতির দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এদিন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশের এদিনের অবস্থান সত্যাগ্রহে সামিল হয়েছিলেন কংগ্রেসের জেলার প্রাক্তন সভাপতি তথা এ আই সি সির সদস্য দেবেশ চক্রবর্তী, পি সি সির সদস্য সুদেব রায়, পুরব ব্যানার্জী, রবীন গাঙ্গুলী, সোমেন বাউরি সহ দুর্গাপুরের বিভিন্ন কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মীগণ।