প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেও বঞ্চনার শিকার দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের কাজ বন্ধের হুঁশিয়ারী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫সেপ্টেম্বরঃ
চরম বঞ্চনার শিকার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, করোনার অতিমারীর মধ্যে তাঁরা দিনের পর দিন প্রাণের ঝুঁকি নিয়ে পিপিই কিট ছাড়াই কাজ করে গেছেন অথচ দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের সেদিকে কোনো হুঁশ তো নেই, বারংবার বলেও কোনো কাজ হয়নি। এছাড়াও তাদের অভিযোগ তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন অথচ না তাদের আছে কোনো প্রভিডেন্ট ফান্ড, না তাঁরা সরকার নির্ধারিত মজুরী। এরকম প্রায় কুড়ি দফা দাবি নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখান ওই সাফাই কর্মীরা। শুধু তাই নয় তাঁরা নগর নিগমের সামনের ব্যস্ততম রাস্তায় বসে পড়েন।
এদিন তাঁরা গান্ধী মোর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন, মিছিলটি এরপর দুর্গাপুর নগর নিগমের সামনে এসে শেষ হয়। বিক্ষোভের শেষে ওই সংগঠনের সাধারন সম্পাদক সুভাষ সরকার বলেন, দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ যদি এরপরেও তাদের দাবি মেনে না নেয় তাহলে পুজোর পর সতেরোশ সাফাই কর্মী একসাথে কাজ বন্ধ করে দেবেন।
এদিন বিক্ষোভ শেষে কুড়ি দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের হাতে তুলে দেন।