দুর্গাপুরে বেসরকারী কারখানায় স্থানীয়দের চাকরীর দাবিতে এবার বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন কাউন্সিলররা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯অক্টোবরঃ
স্থানীয়দের চাকরীর দাবিতে টানা অবস্থান বিক্ষোভকে সমর্থণ করে এবার সেই আন্দোলনে সামিল হলেন দুর্গাপুর নগর নিগমের বেশ কয়েকজন কাউন্সিলর সহ তৃনমূল কংগ্র্বেসের বেশ কয়েকজন নেতা নেত্রী। অর্থের বিনিময়ে দুর্গাপুরের সগড়ভাঙ্গার গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড নামে ওই বেসরকারী কারখানায় বহিরাগতদের কাজে নিযুক্ত করা হয়েছে এমনটাই অভিযোগ। বহিরাগতদের নয় এই কারখানায় স্থানীয়দের চাকরি দিতে হবে, এই দাবিতে টানা আটদিন ধরে কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ২৮ ও ২৯ নং ওয়ার্ডের বেকার যুবকেরা। তাদের এই আন্দোলনকে নৈতিক সমর্থণ জানিয়ে আজ তাদের পাশে এসে দাঁড়ান দুর্গাপুর নগর নিগমের মেয়র পা্রিষদ অঙ্কিতা চৌধুরী, পুরপিতা শিপুল সাহা, সুনীল চ্যাটার্জী সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।