পুজোর মুখে উখরায় দোকান উচ্ছেদের নোটিশ রেলের তরফে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১২অক্টোবরঃ
রেলের জমিতে থাকা অবৈধ দোকান মালিকদের উচ্ছেদের নোটিশ ধরাল রেল। পুজোর মরসুমে এই নোটিশ পেয়ে আতঙ্কিত দোকানদারেরা। বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে রেল কর্তৃপক্ষ, স্থানীয় পঞ্চায়েত ও শাসক দলের নেতাদের দ্বারস্থ হয়েছেন দোকানদারেরা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখড়া রেলস্টেশনের ইস্ট কেবিন সংলগ্ন রেলের জায়গায় রয়েছে একাধিক গাড়ি মেরামতির গ্যারেজ ও দোকান। প্রায় ত্রিশ, চল্লিশ বছর ধরে গ্যারেজ ও দোকানগুলি থাকলেও এতদিন এই বিষয়ে কোন আপত্তি ছিল না রেলের। ঠিক পুজোর মুখে উচ্ছেদের নোটিশ দেওয়ায় স্বভাবতই ক্ষোভ ও আশঙ্কা তৈরি হয়েছে দোকানদারদের মধ্যে।
দোকান মালিক রাম চন্দ্র শর্মা,মোহন বেরা , দীলিপ দাসরা জানান ত্রিশ চল্লিশ বছর ধরে এখানে দোকানদারি করছি দোকানের রোজগারে সংসার চলে। এতদিন এই বিষয়ে রেল কোন আপত্তি করেনি, কোনদিন তাদের উঠে যেতেও বলা হয়নি। সম্প্রতি আরপিএফ এসে মৌখিকভাবে তাদের উঠে যাওয়ার কথা জানায়। তারপর গত ১০ তারিখ এলাকার আটটি দোকানে সাত দিনের মধ্যে উঠে যাওয়ার নোটিশ লাগিয়ে দিয়ে যায় তারা । কেন এই নোটিশ জানতে চাওয়ায় দোকানদাররা জানান আরপিএফ মৌখিকভাবে তাদের জানিয়েছে এই গ্যারেজে নাকি মারাত্মক সিলিন্ডার গ্যাস কাজে ব্যবহার করা হয়। তা থেকে নাকি মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে যে কোনো সময়। তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করে দোকানদারেরা বলেন গ্যারেজে সাধারণ ওয়েল্ডিং মেশিন ও গ্যাস ব্যবহার করা হয়। তা থেকে কখনোই মারাত্মক বিস্ফোরন হতে পারে না। গত ৪০ বছরে এখানে কখনোই কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও দাবি তাদের।
দোকানদারেরা একজোট হয়ে নোটিশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি বিষয়টি নিয়ে তারা দ্বারস্থ হয়েছে উখড়া গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় শাসক দলের নেতাদের কাছে। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায় জানান পুজোর মুখে উচ্ছেদের এই নোটিশ দেওয়াটা রেলের অমানবিকতার পরিচয়। দোকানদারদের পাশে তারা সর্বদা থাকবেন। প্রয়োজনে আন্দোলন এমনকি রেল আধিকারিক অফিসের সামনে ধর্নায় দেওয়া হবে বলে জানান তিনি।