লাউদোহায় তৃণমূলের কর্মী সভা থেকে বিজেপিকে উচ্ছেদের ডাক
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১২অক্টোবরঃ
লাউদোহার মাধাইপুর কোলিয়ারি সংলগ্ন মাঠে আয়োজিত হল পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূলের কর্মী সম্মেলন। এই সম্মেলনে পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের বুথ স্তরের কয়েক হাজার তৃণমূলের কর্মী যোগ দেন। উপস্থিত ছিলেন এলাকার দলীয় বিধায়ক জিতেন্দ্রনাথ তেওয়ারি, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সুজিত মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, আইএনটিটিউসি বিশ্বনাথ পারিয়াল, এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ দলের জেলাস্তরের শীর্ষ নেতারা।
জিতেন্দ্রনাথ বাবু বলেন বিজেপি দল দেশে বিভেদ ও সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। ধর্মের বিভাজন করে খুনের রাজনীতি আমদানি করেছে তারা। দেশের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন। চেষ্টা ও ছলচাতুরি করে পশ্চিমবাংলায় বিজেপির রাজনীতি চলবে না। আগামী বিধানসভায় জেলার সব কটি আসন তৃণমূল জিতবে বলে দাবি করেন তিনি।
এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার ৪২ টি প্রকল্প চালু করেছে। বাংলার প্রতিটি মানুষ কোন না কোন প্রকল্প থেকে সুবিধা পান। তাই রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে বিজেপি পশ্চিমবাংলায় ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। তাই প্ররোচনায় পা না দিয়ে একজোট হয়ে তৃণমূল কর্মীদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।