করোনা কারণে ৩০০ বছরের পুজোতে ঐতিহ্যে ছেড়ে কাঁটছাট
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৩অক্টোবরঃ
লাউদোহার গৌরবাজারে মাঝপাড়ার দুর্গাপুজো ৩০০ বছরের বেশি প্রাচীন বলে স্থানীয় সূত্রে জানা যায়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রামের মাঝপাড়ার দুর্গাপুজো এবার সম্পুর্ন ভাবে প্রশাসনের নিয়ম নীতি মেনে করোনা বিধি মেনেই হচ্ছে বলে জানান, বিজয় ঘোষ। এই মাঝপাড়া দুর্গামন্দির প্রাঙ্গনে দেখা গেল
পি পি ই কিট পরে প্রত্যেক মানুষের দেখা হচ্ছে থার্মাল ডিটেক্টর দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা, করা হচ্ছে স্যানিটাইজ ও প্রত্যেককে ব্যবহার করতে হচ্ছে মাস্ক। মন্দির কমিটির নির্দেশ মত মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিজয়বাবু জানান, প্রাচীনকাল থেকেই গৌরবাজার গ্রামে দুর্গাপুজো মানেই একটা বিশাল মেলা প্রচুর মানুষের মিলনস্থল হয়ে ওঠে। এতগুলো বছর এর অন্যথা হয়নি। কিন্তু করোনা অতিমারির কারণে হচ্ছেনা মেলা। গৌরবাজার গ্রামে হয় মোট ১১ টি দুর্গাপুজো সবগুলোই সাবেকি। এই দুর্গাপুজো ঘিরে এলাকার মানুষের মধ্যে দেখা যায় উন্মাদনা। এই গৌরবাজারে পুরোনো ঐতিহ্য যে গ্রামের ১১ টি দুর্গাপ্রতিমা নিরঞ্জনের সময় একসাথে গ্রামের একটা ফুটবল মাঠে একত্রিত হয়ে সেখান থেকে নিরঞ্জনের জন্য যায় অজয় নদীতে।
এই উপলক্ষে ফুটবল মাঠে বসে বিশাল মেলা। কিন্তু করোনার কারণে দুর্গাপ্রতিমা গুলি মাঠপ্রাঙ্গন দুইবার ঘুরেই নিরঞ্জনের জন্য যাবার, হবে কোনোরকম মেলা।