দুর্গাপুরে পুকুর থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭অক্টোবরঃ
সোমবার বিকেলে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের মৃতদেহ ভেসে উঠল পুকুরে। বাবু বাগ(৩৫) নামে দুর্গাপুরের কালীগঞ্জের বাসিন্দা ওই যুবকের মৃতদেহ তারই বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয়। ওই যুবকের মৃত্যুর পেছনে কারন জানার চেষ্টা করছে পুলিশ।
মৃত ওই যুবকের পরিবার সুত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল পাঁচটা থেকে নিখোঁজ ছিল বাবু। ঠাকুর দেখতে গেছে ভেবে তার পরিবারের লোকজন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু রাতভর না ফেরায় এরপর তার পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তাদেরই বাড়ি সংলগ্ন একটি পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। বাবুর পরিবারের লোকজন দেহটি শনাক্ত করে। খবর যায় পুলিশের কাছে। বিধাননগর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।