প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় দুর্গাপুরে চিকিৎসকের মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৭অক্টোবরঃ
প্রত্যেক দিনের মত আজও ভোরে প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত গৌরবাজার গ্রামের এক হাতুড়ে চিকিৎসক অরুন পাল(৩৫)। স্থানীয় সূত্রের জানা যায় অরুন বাবু ভোর ৪ টে নাগাদ গৌবাজার থেকে শ্রীকৃষ্ণপুরের দিকে পায়ে হেঁটে প্রাতঃভ্রমন করছিলেন। ঠিক সেই সময় গৌরবাজারের দিক থেকে আসা একটা ছোটা হাতি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মারে, ফলে সাংঘাতিক ভাবে জখম হন তিনি। গৌরবাজার গ্রামের বাসিন্দারা খবর পেয়ে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ফরিদপুর থানার পুলিশ গিয়ে ঘাতক গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় শোকের ছায়া গৌরবাজার গ্রামে। ঘটনার তদন্তে ফরিদপুর থানার পুলিশ। ঘাতক গাড়িটির চালকের সন্ধান শুরু করেছে ফরিদপুর থানার পুলিশ।