দুর্গাপুর ব্যারেজ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২নভেম্বরঃ
ব্যারেজের লকগেট মেরামতের জন্য ব্যারেজের উপর দিয়ে যান চলাচলে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা আপাততঃ প্রত্যাহার করে নেওয়া হল। সেচ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং জানান যে, যেহেতু দামোদরের জলের মাত্রা এখনও কমেনি তাই বালির বস্তা ফেলে জল শুকোনো কিংবা ব্যারিকেড করার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আর এই কাজ যতক্ষ?ণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষন পর্যন্ত্য মেরামতের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত” দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে আজ অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত্য যান চলাচলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা স্থগিত করা হল। যখন পুরোমাত্রায় কাজ শুরু হবে তখন এই নিষেধাজ্ঞা পুনরায় বলবৎ করা হবে বলে প্রশাসন সুত্রে জানানো হয়েছে।
অপরদিকে, সঞ্জয়বাবু আরো জানান যে, লকগেট মেরামত করতে প্রায় ঘন্টা চোদ্দ লেগে যাবে। মেরামতির পর পুনরায় জল জমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আরো ১২-১৪ ঘন্টা সময় লাগবে। তাই শহরে জল সংকট মিটতে মিটতে মোটামুটি মঙল কি বুধবার হয়ে যেতে পারে বলে মনে করছে এই মুখ্য ইঞ্জিনিয়ার।