ডিপিএলে বিস্ফোরনে শ্রমিকের দেহ হল ছিন্নভিন্ন, কারখানার ভেতর বিস্ফোরক?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩নভেম্বরঃ
ঘড়ির কাঁটায় সকাল ১১টা বেজে ১০ মিনিট, প্রচন্ড জোর শব্দ, ঠিক বিস্ফোরনের মতো। সম্বিৎ ফিরতেই দেখা গেল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ৭অং ইউনিটের কন্সট্রাক্সন গেট চত্বর থেকে কিছুটা দুরেই মাটিতে পড়ে ছটফট করছেন বামা রুইদাস নামে কর্তব্যরত এক বেসরকারী নিরাপত্তারক্ষী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারী হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। না ঘটনা এখানেই শেষ ন্য। এর থেকেও বড় কিছু অপেক্ষা করছিল। একতু পড়েই দেখা গেল ওই গেটেরই অনতিদুরে একটি বাগানের ভেতর আরো একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে রয়েছে। পরিচয় জানা গেল, বছর ছাব্বিশের ওমপ্রকাশ চৌহানের দেহ ওটি। খবর যায় থানায়। কোকওভেন থানার পুলিশ খবর পেয়েই তড়িঘড়ি কারখানায় পৌঁছে ওমপ্রকাশ নামে ওই ঠিকা কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন শ্রমিক নেতা তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি বিস্বনাথ পাড়িয়াল। ঘটনার তদন্তের দাবি করেন তিনি।
কিন্তু প্রশ্ন উঠছে কি করে এই ঘটনা ঘটল? বিস্ফোরনে যেভাবে ওমপ্রকাশের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে তাতে এটা কোনো তড়িদাহতের ঘটনা নয়। একমাত্র বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটে পারে। ডিপিএলের জেনারেল ম্যানেজার গোপীনাথ মাজি অবশ্য বিস্ফোরকের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন আর মেনেও নিয়েছেন, সাথে তিনি পুলিশকে জানিয়েছেন যে পুলিশ ঘটনার তদন্ত করুক আর বিভাগীয় তদন্ত তাঁরা করবেন। এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে কারখানার শ্রমিকদের মধ্যে।