দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে প্রায় ১০০ ঘন্টা পর লকগেট মেরামতের কাজ শুরু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪নভেম্বরঃ
অবশেষে প্রায় ১০০ ঘন্টা পর শুরু হল দুর্গাপুর ব্যারেজের ভেঙে যাওয়া ৩১নং লকগেট মেরামতের মূল কাজ। গতকাল রাতে কাজ কিছুটা শুরু হয়েও জলের বাঁধের সমস্যার কারনে মেরামতের কাজ থমকে যায়। অবশেষে সেচ দপ্তরের তরফে জলে বাঁধ দেওয়া সহ জল আটকানো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সবুজ সংকেত পেয়ে লকগেট মেরামতের দায়িত্বপ্রাপ্ত বেসরকারী ঠিকা সংস্থা মেরামতের মূল কাজ শুরু করে দেয়। ওই ঠিকা সংস্থার আধিকারিক শ্যামলেন্দু পাল আশ্বাস দিয়েছেন কাজ শুরুর ২০ ঘন্টার মধ্যে তাঁরা লকগেট মেরামতের কাজ শেষ করবেন। মেরামতের কাজ শেষ হলেই পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়তে শুরু করবে আর সেই জল এসে দুর্গাপুরে পৌঁছোতে সময় লাগবে ৭-৮ঘন্টা। এরপর অপেক্ষা শুধু সমস্ত বিষয়টি ঠিকঠাক হয়ে জলের সরবরাহ স্বাভাবিক হওয়ার।