দুর্গাপুর পুলিশের জালে তিন বাইক চোর সহ ৭জন, উদ্ধার বাঁকুড়া থেকে ৭টি চোরাই বাইক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮নভেম্বরঃ
ফের দুর্গাপুর পুলিশের সাফল্য, উদ্ধার হল ফের ৭টি চোরাই বাইক, সাথে গ্রেফতার করা হয়েছে ৩জন মূল অভিযুক্ত সহ ৭জন। ধৃতদের জেরা চালচ্ছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে চুরি যায় বেশ কিছু বাইক। বাইকের মালিকরা তা নিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ দুর্গাপুরের সিটিসেন্টারে বাইক চুরি করার সময় প্রবোধ মন্ডল নামে জামুড়িয়ার এক দুষ্কৃতিকে হাতে নাতে ধরে ফেলে। এরপর তাকে জেরা শুরু করে পুলিশ। জেরায় জানা যায় প্রবোধ নামে ওই বাইক চোর বাইক চুরি করে বাঁকুড়ার মেজিয়া, গঙ্গজলঘাঁটি ও শালতোড়ায় বিক্রি করত। তাকে এই কাজে সাহায্য করত যারা দুজন তাদেরও পুলিশ এরপর গ্রেফতার করে। তারা হল সুকরা যাদব নামে দুর্গাপুরের মায়াবাজারের বাসিন্দা ও দুর্গাপুরের ওয়ারিয়ার বাসিন্দা সোনু যাদব। এরপর এদেরকে জেরা করে পুলিশ কয়েকটি বাইকের সন্ধান পায়, যেগুলি বাঁকুড়া থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। সাথে এও জানা গেছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাসিন্দা ভোলানাথ মাল, মেজিয়ার দুজন বাসিন্দা তপন দত্ত, গৌতম ঘোষ, সুদেব দত্ত চোরাই বাইকগুলি বাঁকুড়াতে বিক্রি করতে মূল অভিযুক্তদের সাহায্য করত। ধৃতদের জেরা চালিয়ে পুলিশ এখন জানার চেষ্টা চালাচ্ছে যে এই বাইক চুরির পেছনে আরো বড় কোনো চক্র কাজ করছে কিনা।