লকডাউনে দুর্গাপুরে মিনিবাস কর্মীদের পাশে দাঁড়ালো মালিক সংগঠন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণে এখনও সকলে সংক্রমিত না হলেও এই সংক্রমণ এড়াতে যে লকডাউন চলছে সেই লকডাউনের প্রভাবে প্রভাবিত হয়নি এরকম বোধহয় কেউ নেই। সাধারন মানুষ থেকে শুরু করে গবাদি পশু, এমনকি পথের সারমেয় থেকে শুরু করে ফুটপাতবাসী কিংবা ভিক্ষুকরা। এই লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে যানবাহন চলাচলও। একই ছবি শিল্পাঞ্চল দুর্গাপুরেও। এখানে বন্ধ মিনিবাস পরিষেবা। এই শিল্পাঞ্চলে মিনিবাসকর্মী রয়েছেন প্রায় ৬০০ জন মতো। আর লকদাউনের জেরে প্রায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন ওই বাসকর্মী সহ তাদের পরিবাররা। এদের দুর্দশার কথা ভেবে ওই কর্মীদের পাশে এসে দাঁড়ালো মিনিবাস মালিকপক্ষের সংগঠন। আজ ওই বাসকর্মীদের জন্য খাদ্য সামগ্রীর বন্দোবস্ত করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সম্পাদক কাজল দে জানান যে, মিনিবাস চলাচল বন্ধ থাকায় বেশ সমস্যায় পড়তে হচ্ছে মিনিবাসকর্মীদের। তাই তাদের কথা ভেবে আজ ওই বাসকর্মীদের জন্য মাথাপিছু ৫কেজি চাল, ১/২ কেজি ডাল, ৫ কেজি আলু সহ তেল, নুন ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। আগামী তিনদিন ধরে তাদের এই সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন কাজলবাবু।