অন্ডালে শ্যুটআউটের ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে হামলা, নিরাপত্তার দাবি পরিবারের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৩নভেম্বরঃ
বুধবার গভীর রাতে অন্ডালের খাস কাজোরার নুনিয়াপাড়ায় ইসিএলের কয়লার ডিওকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াইয়ে গুলিতে মৃত্যু হয় ধরমবীর নুনিয়ার। আহত হন তার দুজন সঙ্গী। ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে অপর গোষ্ঠীর বিদ্যুৎ দুনিয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই ঘটনায় তেতে উঠেছিল এলাকা। অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় মৃতার পরিবার আত্মীয় পরিজন ও এলাকার বাসিন্দাদের একাংশ। পুলিশ মূল অভিযুক্ত বিদ্যুত নুনিয়া সহ ৪ জনকে গ্রেফতার করে। আজ তাদের তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। এদিকে গতকাল রাতে মৃত ধরমবীরের দেহ সৎকার করে আসার পথে মূল অভিযুক্ত বিদ্যুৎ ও তার এক সঙ্গীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মৃতের আত্মীয়-পরিজন রাই হামলা চালিয়েছে বলে অভিযোগ, যদিও হামলার সময় অভিযুক্তদের বাড়িতে কেউ উপস্থিত ছিল না। বাড়ি ছিল তালা বন্ধ। অভিযুক্তদের বাড়ির লোকজনেরা আজ অর্থাৎ শুক্রবার সকালে অন্ডাল থানায় বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ খুনের ঘটনায় যে বা যারা যুক্ত পুলিশ তাদের সাজা দেবে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা তো কোনো অপরাধ করেনি। তাই পুলিশের কাছে তারা নিরাপত্তার দাবি জানান। গুলিতে মৃত্যু, পাল্টা অভিযুক্তদের বাড়িতে হামলার ঘটনায় এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে বলে স্থানীয়দের দাবি।