দুর্গাপুর পুলিশের জালে তিন কুখ্যাত মোবাইল চোর, উদ্ধার প্রচুর মোবাইল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪নভেম্বরঃ
চলছে উৎসবের মরশুম আর এই মরশুমে দুষ্কৃতিদের মধ্যে বেড়ে যায় অপরাধ করার প্রবনতা। সেই প্রবনতা থেকে শিল্পাঞ্চল দুর্গাপুরে বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনা ঘটে যার লিখিত অভিযোগ দুর্গাপুর থানায় জানান খোয়া যাওয়া মোবাইলের মালিকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আর তদন্তে নেমে গোপন সুত্রে খবর পেয়ে পেশাদার মোবাইল চোরের দলের সন্ধান পায় পুলিশ। সেই দলের সাথে যুক্ত তিন মোবাইল চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত তিন এই কুখ্যাত মোবাইল চোরেরা প্রত্যেকেই দুর্গাপুরের বাসিন্দা। ধৃতদের মধ্যে সরোজ কুমার বিন্দ মায়াবাজারের কদমতলার বাসিন্দা, বিভাকর বার্ণওয়াল তামলা ব্রিজ সংলগ্ন বস্তি এলাকার বাসিন্দা ও তৃতীয়জন মহঃ কৌসর ওয়ারিয়ার বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃতদের জেরা করে পুলিশ দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমানে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে। ধৃতদের পুলিশের হেফাজতের আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।