পঞ্চায়েত প্রধানের বাড়ির কালীপুজোকে কেন্দ্র করে কাঁকসায় সংঘর্ষে আহত ৬
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬নভেম্বরঃ
কালীপুজোর পরেরদিন অর্থাৎ রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কাঁকসা থানার অন্তর্গত ক্যানেলপাড় এলাকা। ঘটনার জেরে আহত হয়েছেন ৬ জন। পুলিশ ছয়জনকে আটক করেছে।
এলাকার বাসিন্দা ধীরাজ পন্ডিতের অভিযোগ, কাঁকসা পঞ্চায়েত প্রধান শুক্লা সিংয়ের বাড়িতে কালীপুজো উপলক্ষে এলাকার দুজন যুবক খিচুড়ি খেতে যায়। সেই সময় পঞ্চায়েত প্রধানের স্বামীর দুজন সাগরেদ তাদের উপর চড়াও হয়ে মারধর করে। তা নিয়ে পরে এলাকার যুবকরা প্রতিবাদ করতে গেলে তাদের সাথে মারামারি লেগে যায়। এই ঘটনার জেরে আহত হয় উভয়পক্ষের ছয়জন।
পাশাপাশি এলাকাবাসীদের আরো অভিযোগ যে, পঞ্চায়েত প্রধানের স্বামী এলাকার লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে। বহিরাগতদের নিয়ে এলাকায় মদের আসর বসান সাথে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। তা নিয়ে গতকাল অর্থাৎ রবিবার রাতে প্রতিবাদ করতে গেলে এলাকার কয়েকজন যুবককে প্রধানের স্বামী সহ বহিরাগতরা মিলে মারধর করে বলে অভিযোগ।
অপরদিকে পঞ্চায়েত প্রধান শুক্লা সিংয়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁর স্বামী সহ পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়া হচ্ছিল এলাকায়। কালীপুজোর রাতে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় প্রধানের স্বামীকে বাড়ির বাইরে টেনে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। সাথ এও অভিযোগ পঞ্চায়েত প্রধানের গায়েও হাত তোলা হয়, মারা হয়ে তাঁর দুই ভাই সহ মেয়েকেও।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চায়েত প্রধানের তরফে। ছয়জনকে আটকও করেছে পুলিশ। তবে ঘটনাটি নিছক কালীপুজোকে কেন্দ্র করে নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারন রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।