দুর্গাপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রে দুষ্কৃতি তান্ডবকে ঘিরে রহস্য, তদন্তে পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭নভেম্বরঃ
দুর্গাপুরের কমলপুরের ঘোষপাড়ায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে দুষ্কৃতি তান্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আপাত দৃষ্টিতে কিছু খোয়া না যাওয়ায় এই দুষ্কৃতি হানার ঘটনায় বেশ ধন্ধে পড়েছেন কেন্দ্রের সকলে। তবে তদন্ত করে দেখছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের এক সহায়িকা চাল ডাল প্যাকিংয়ের কাজ করতে এসে দেখতে পান স্কুলের দরজার তালা ভাঙ্গা। ভেতরে সমস্ত নথিপত্র তছনচ হয়ে পড়ে রয়েছে। এরপর দেখা যায় রান্নাঘরের দরজা ভাঙ্গা। খবর নিমেষে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাথে সাথে খবর দেওয়া হয় থানায়। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পুরো জায়গা খতিয়ে দেখে। তবে সেভাবে কিছু চুরি না যাওয়ায় কি কারনে এই দুষ্কৃতি হানা তা নিয়ে পুলিশও ধন্দে পড়ে যায়।
প্রসঙ্গতঃ কয়েক মাস আগে এই অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে চাল পাচারের অভিযোগ উঠেছিল কেন্দ্রটির শিক্ষিকা ও সহায়িকাদের বিরুদ্ধে আর তা নিয়ে এলাকাবাসীদের প্রবল বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। সেবারেও পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। এরপর ফের এই ঘটনা। তবে এলাকাবাসীদের অভিযোগ, ইদানিং ওই এলাকায় বহিরাগতদের বেশ দাপট বেড়েছে। পুলিসকে বিষয়টি দেখার জন্যও অনুরোধ করেছেন এলাকাবাসীরা। এখন মঙ্গলবারের এই ঘটনা কি আদৌ দুষ্কৃতি তান্ডব নাকি এর ভেতরে অন্য কোনো ঘটনা লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।