বুদবুদে উদ্ধার আসানসোলে অপহৃত ব্যবসায়ী, পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ৫ অপহরকারী
আমার কথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ১৯নভেম্বরঃ
পুলিশের তৎপরতায় দুষ্কৃতিদের হাত থেকে উদ্ধার হলেন অপহৃত এক ব্যবসায়ী। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ, সাথে গ্রেফতার করা হয়েছে পাঁচজন দুষ্কৃতিকে। এদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্রও।
পুলিশ সুত্রে জানা গেছে, আশীষ সিনহা নামে ধানবাদের সরাইঢিলার বাসিন্দা ওই ব্যবসায়ী তাঁর পরিবার নিয়ে আসানসোলে এসেছিলেন। এরপর আজ আসানসোলের উত্তর থানার অন্তর্গত জুবিলি মোড় থেকে ওই ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই পাঁচ দুষ্কৃতি অপহরন করে। একটি টাটা সুমো গাড়িতে করে তাঁকে তুলে নিয়ে যায়। মুক্তিপন চেয়ে আশীষের পরিবারের কাছে ফোনও আসে অপহরণকারীদের কাছ থেকে। বিষয়টি পুলিশকে জানানো হলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা এলাকায় খবর জানিয়ে দেওয়া হয়। শুরু হয় নাকা চেকিং। এর মধ্যেই বুদবুদ থানার পুলিশের হাতে ২নং জাতীয় সড়কের বাইপাসে ওই পাঁচ দুষ্কৃতি ধরা পরে। উদ্ধার হন অপহৃত ব্যবসায়ী আশীষ সিনহা।
প্রসঙ্গতঃ ধানবাদের এই ব্যবসায়ী আশীষ সিনহা একটি প্লেসমেন্টের অফিস চালান, যার মাধ্যমে বিভিন্ন হোটেলে চাকরীতে বহাল করা হয় বেকার যুবক যুবতীদের। পুলিশ সুত্রে জানা গেছে, অপহরনকারী পাঁচ যুবক চাকরির জন্য আশীষ সিনহাকে টাকা দিয়েছিল। বিনিময়ে এদের দুবাইয়ের হোটেলে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ওই ব্যবসায়ীর তরফে। কিন্তু প্রতিশ্রুতি মাফিক চাকরি না দিতে পারায় অভিযুক্ত যুবকরা টাকা ফেরত চায়। কিন্তু সেই টাকা ফেরত না পাওয়ায় তাঁরা ওই ব্যবসায়ীকে অপরহরন করে আর পরিবারের থেকে মুক্তিপন চাওয়ার ছক কষে। ছক অনুযায়ী তাঁরা ওই ব্যবসায়ীকে অপহরন করলেও পুলিশের তৎপরতায় ভেস্তে যায় তাদের এই অপহরনের ছক। আপাতত পুলিশের জালে ধরা পরে শ্রীঘরে ঠাঁই হল ওই পাঁচ অপহরনকারীর।