“জিতেন্দ্র তিওয়ারীর জেলে থাকা উচিত” আসানসোলের মেয়রকে কটাক্ষ বিজেপির রাজ্য সহ সভাপতির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯নভেম্বরঃ
আসানসোলের সিবিআই আদালতে বুধবার তোলা হল গরু পাচার চক্রে অভিযুক্ত বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কটাক্ষ করে বলেন যে, গরু পাচার চক্রের তদন্ত শুরু হয়েছে, দেখতে থাকুন আগামীদিনে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কত নেতার নাম এতে জড়ায়। তবে শুধু গরু পাচার নয়, বেআইনিভাবে বালি, কয়লা কারবারেও নাম উঠে আসবে তৃণমূলের উচ্চস্তরের নেতাদের।
এদিন রাজ্যস্তরের এই নেতা আসানসোলের মেয়রকেও এক হাত নেন। বলেন জিতেন্দ্র তিওয়ারী এখনও জেলের বাইরে রয়েছেন? তাঁর তো এতদিনে জেলের ভেতর থাকা উচিত ছিল।