দুর্গাপুরে ক্লাবের ভেতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪নভেম্বরঃ
ক্লাবের ভেতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। অমিত নন্দী(৪২) নামে ওই যুবক দুর্গাপুরের ভবানীপল্লীর বাসিন্দা ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, অমিত দুর্গাপুরের সিটিসেন্টারের একটি শপিং মলে কাজ করতেন। বাজারে তার অনেক টাকা দেনা হয়ে গেছিল। তা নিয়ে বেশ মানসিক অশান্তিতে ভুগছিলেন অমিত। নিউটাউনশিপ থানার ডিভিসি মোড়ের একটি ক্লাবে নিয়মিত যাতায়াত ছিল অমিতের। আজ মঙ্গলবার সকালে ক্লাবের সদস্যরা যখন দরজা খোলে তখন ভেতরে অমিতের ঝুলন্ত দেহ দেখতে পায়। ধার দেনার কারনে পারিবারিক অশান্তি চলছিল আর সেই কারনে আত্মঘাতী হয়েছে অমিত বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে পুরো বিষয়টি জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।