দুর্গাপুরে গোষ্ঠীর টাকা তছরূপের অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে, বিক্ষোভ মহিলাদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ নভেম্বরঃ
স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল সুপ্রিয়া দাস মেহেরা নামে স্থানীয় এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। টাকা ফেরতের দাবি আজ বুধবার সকালে ওই নেত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত শ্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ ওই মহিলাদের মধ্যে শুক্লা সিং, ভাগীরথী বাউড়িরা জানান, সুপ্রিয়া দাস মেহেরার হাত ধরে তাঁরা একটি স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি করেন। লোকের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে পরিশ্রম করে আমরা টাকা রোজগার করি। সেই রোজগারের টাকা থেকে প্রতিমাসে ১০৫টাকা করে সুপ্রিয়াদেবীর তাঁরা গত ১১ মাস ধরে টাকা জমাচ্ছিলেন। অভিযোগ এরপর, সুপ্রিয়াদেবীর কাছে সেই জমানো টাকা ফেরত চাইতে গেলে তিনি সেই টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা শুরু করেছেন। ধৈর্য্যের বাধ ভাঙ্গার পর আজ তাঁরা সকালে দুর্গাপুর ট্রাঙ্ক রোডের ২৮নম্বর স্ট্রিটে সুপ্রিয়াদেবীর বাড়িতে উপস্থিত হয়ে ফের টাকা ও গোষ্ঠীর হিসেবের খাতাটি ফেরত চান। অভিযোগ এরপরেই ফের টাকা ও খাতা নিয়ে নানা অছিলায় এড়িয়ে যেতে চান ওই বিজেপি নেত্রী। এরপরেই ওই মহিলারা নেত্রীর বাড়ির সামনে বসে পড়েন। এর মাঝেই ওই নেত্রী তাঁর স্বামীর সাথে বাড়িতে তালা বন্ধ করে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এ জোন ফাঁড়ির পুলিশ। স্বয়ম্ভর গোষ্ঠীর ওই মহিলারা থানায় গিয়ে নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানান।
প্রসঙ্গতঃ বিজেপি নেত্রী সুপ্রিয়া দাস মেহেরা আগে তৃণমূল কংগ্রেস করতেন।
অপরদিকে, বিজেপি নেত্রী সুপ্রিয়া দাস মেহেরা এ বিষয়ে মুখ খুলতে চাননি।