জিআরপি কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচলেও দুর্গাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ল যুবকের পা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ নভেম্বরঃ
নিজের ভুলে পা হারালেও জিআরপির তৎপরতায় প্রাণে বাঁচলেন বছর সাতাশের এক যুবক। মালগাড়ির তলা দিয়ে লাইন পেরোতে গিয়ে সেই ট্রেনের চাকাতেই পা ক্ষতিগ্রস্থ হয় হীরা মুদির। ঘটতে পারত আরো বড় দুর্ঘটনা, কিন্তু সঠিক সময়ে জি আরপি কর্মীরা ওই যুবককে উদ্ধার করে।
পানাগড় বাজারের উত্তর ক্যানেল পাড়ের বাসিন্দা হীরা মুদি গতকাল অর্থাৎ বুধবার সকালে দুর্গাপুর স্টেশন বাজারের দিকে যে নর্থ টিকিট কাউন্টার আছে সেই কাউন্টারের দিক থেকে ৫ নং প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালবাহী ট্রেন। ট্রেনটির নিচ দিয়ে যখন হীরা পেরোনোর চেষ্টা করে সেই সময় ট্রেনটি চলতে শুরু করে আর হীরা লাইনে পড়ে যায়। খবর পেয়েই জি আর পি কর্মীরা গিয়ে হীরাকে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপ্তালে নিয়ে যান। তৎক্ষণাৎ হীরার পায়ে অস্ত্রপচার করা হয়। হীরার জীবন বাঁচাতে ডান পা কেটে বাদ দিতে হয়। আপাততঃ সুস্থ আছেন হীরা। তবে চিকিৎসকরা জানান হীরাকে হাসপ্তালে আনতে দেরী হলে প্রাণ সংশয় দেখা দিতো। তাই জি আর পি কর্মীদের তৎপরতায় হীরার প্রাণ বেঁচে যাওয়ায় তার পরিবারের তরফে কৃতজ্ঞতা জানান হীরার পরিবার।