রণক্ষেত্র দুর্গাপুরের ডিভিসি মোড়, বনধ সমর্থকদের লাঠিপেটা পুলিশের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ২৬নভেম্বরঃ
কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাম কংগ্রসের ডাকা ভারত বনধকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতি তৈরী হল শিল্পাঞ্চল দুর্গাপুরে। ধর্মঘট সফল করতে সকাল থেকেই পথে নামে বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধের পাশাপাশি নিউটাউনশিপ থানার অন্তর্গত ডিভিসি মোড়ে ২নং জাতীয় সড়ক অবরোধ করে ধর্মঘটীরা। জাতীয় সড়কের উপর বসে পড়েন তাঁরা। ফলে যানজটের সৃষ্টি হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছোয়। ধর্মঘটীদের রাস্তা ছেড়ে দিতে বলে পুলিশ। সে কথায় কর্ণপাত করেন না তাঁরা। পুলিশের সাথে তা নিয়ে শুরু হয় বচসা। রপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থি। পুলিশের সাথে বাম সমর্থকদের শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। পরিস্থিতি আয়ত্ব আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেন ডিভিসি মোড়। নামানো হয় কমব্যাট ফোর্সও। পরে পুলিশ সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার সহ জনকে আটক করা হয় ৫০ জন কর্মী সমর্থককে।
বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু মমতার নির্দেশে তাঁর পুলিশ মোদিকে বাঁচাতে আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের মাটিতে ফেলে পেটায়। আমার জামা ছিঁড়ে দিয়েছে, আমি হাতে চোট পেয়েছি। মহিলাদের উপরেও আঘাত করেছে পুলিশ।