পানাগড়ে দুটি ক্লাবের সদস্যদের মধ্যে মারামারি, বোমাবাজি, জখম ১
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৩০নভেম্বরঃ
পানাগড় রেল পারে দুটি ক্লাবের মধ্যে উত্তেজনা। কাঁকসা থানার পুলিশ ১০জনকে আটক করেছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে পানাগড় রেল পার অগ্রগামী ক্লাবের সাথে পানাগড় রেল পারের এবিসিডি ক্লাবের মধ্যে সংঘর্ষ হয় রবিবার রাতে। উত্তেজনা থামানোর জন্য পুলিশের বিশাল বাহিনী নামানো হয়, নামানো হয় কমব্যাট ফোর্সও। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায় পানাগড় রেলপারে এবিসিডি ক্লাবের মঠের মধ্যে একটি খড়ের চালা আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
তারপরই দূই ক্লাবের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পানাগড় রেল পারে অগ্রগামী ও এবিসিসডি ক্লাবের মধ্যে সংঘর্ষ লেগে যায়। শুরু হয় বোমাবাজি। এবিসিডি ক্লাবের মাঠে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ বাহিনী। ঘটনা স্থলে যান এসিপি(কাঁকসা) অর্ষদ গর্ব ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্নব গুহ। একজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।