“যা পাখি উড়তে দিলাম তোকে”
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩ডিসেম্বরঃ
কাঁকসা ২নং জাতীয় সড়কের বাঁশকোপা টোল প্লাজায় বাস থেকে আটক হওয়া পাখীদের ছেরে দেওয়া হল কাঁকসা জঙ্গলে। অবৈধভাবে পাচারের সময় উদ্ধার হওয়া পাখিদের কাঁকসার দেউলের জঙ্গলে উন্মুক্ত করা হল। এদিন দক্ষিণবঙ্গের মুখ্য বনপাল কল্যাণ দাস সহ দুর্গাপুর ও বর্ধমান ডিভিসনের বনদপ্তরের আধিকারিকদের হাত ধরে মুক্ত হয় পাখিগুলি। তিনটি প্রজাতি মিলে প্রায় ৩০০ টিয়া পাখিকে ছাড়া হয় দেউলের জঙ্গলে। গত মঙ্গলবার বাঁশকোপা টোলপ্লাজা থেকে একটি বাসে করে টিয়া এবং পাহাড়ি ময়না পাচারের সময় উদ্ধার হয় পাখিগুলি।গ্রেফতার হয় ওই বেসরকারী বাসের চালক ও খালাসী। আদালতের নির্দেশ মত ৩ প্রজাতির টিয়াগুলিকে ছাড়া হয় দেউলের জঙ্গলে এবং পাহাড়ি ময়না গুলিকে উত্তরবঙ্গে ছাড়া হবে বলে বনদপ্তর সূত্রের খবর।