”আর নয় অন্যায়”, সরাসরি প্রতিশোধের হুমকি বিজেপির জেলা সভাপতির
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ৩ডিসেম্বরঃ
প্রতিবাদ প্রতিরোধ অনেক হয়েছে, এবার নেওয়া হবে প্রতিশোধ। শাসকদল তৃণমূল কংগ্রেসকে সরাসরি এমন হুমকি দিলেন বিজেপি জেলা সভাপতির লক্ষণ ঘড়ুই। বৃহস্পতিবার উখরায় বিজেপির যুব মোর্চার প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। ”আর নয় অন্যায়” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার অন্ডালের উখরায় প্রতিবাদ মিছিল ও সভা করে বিজেপি যুব মোর্চা।
মিছিলটি শুরু হয় উখরা পুরাতন হাটতলা থেকে। গ্রাম ,বাজার, আনন্দ মোড় ঘুরে মিছিলটি শেষ হয় স্কুল মোড়ে। সেখানে একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষণবাবু বলেন “রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছয়র। শাসকদল ভয় দেখিয়ে ও সন্ত্রাস করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছ। পুলিশকে জানিয়েও বিচার মিলছে না। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই আর প্রতিবাদ প্রতিরোধ নয় এবার প্রতিশোধ নেওয়া হবে” বলে হুমকি দেন তিনি।