দুর্গাপুরে “দুয়ারে সরকার” কর্মসূচী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ডিসেম্বরঃ
রাজ্যবাসীকে বিভিন্ন পরিষেবা দিতে চলছে ”দুয়ারে সরকার” কর্মসূচী। বৃহস্পতিবার এই কর্মসূচীর শিবিরটি হয় দুর্গাপুরের বি-জোনের বিদ্যাসাগর অ্যাভিন্যুয়ে অবস্থিত ১নং বোরো দপ্তরে। এতদিন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ও শংসাপত্র পেতে বাসিন্দাদের যেতে হতো বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। কারা কি সুবিধার অধিকারী, কিভাবে ফর্ম ফিলাপ করতে হয়, এসব সঠিকভাবে না জানার ফলে সমস্যায় পড়তে হতো। কেউ যাতে এরকম সমস্যায় আর না পড়েন সেজন্য সম্প্রতি রাজ্য সরকার “দুয়ারে সরকার” নামে কর্মসূচীটি চালু করা হয়েছে। এদিনের কর্মসূচীতে জাতিগত শংসাপত্র, স্বাস্থ্য সাথী কার্ড,আধার ও রেশন কার্ডের মত পরিষেবাগুলি এলাকার মানুষজন হাতে হাতে পায় শিবির থেকে।