সরকারী প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছোতে “দুয়ারে সরকার”, দুর্গাপুরেও শিবিরের আয়োজন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮নভেম্বরঃ
হয়রানির পালা শেষ, এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আর সরকারী দপ্তরগুলিতে দৌড়তে হবে না সাধারন মানুষকে। এবার খোদ সরকার রাজ্যবাসীর দোড়োগোড়ায়। বিভিন্ন সরকারী প্রকল্প সে হোক না কেন স্বাস্থ্যাথী কিংবা খাদ্যসাথী, কিংবা কন্যাশ্রী বা যুবশড়ী বা ঐকশ্রী, যে কোনো সরকারী প্রকল্প এক্কেবারে সাধারন মানুষের হাতে সরাসরি তুলে দিতে রাজ্য সরকারের বিশেষ পদক্ষেপ “দুয়ারে সরকার”।
চলতি মাসের ১ তারিখ থেকে রাজ্যে শুরু হইয়েছে এই কর্মসূচী। কর্মসূচী অনুযায়ী শিল্পাঞ্চল দুর্গাপুরেও শুরু হয়েছে “দুয়ারে সরকার”। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এই শিবিরের আয়োজন করা হচ্ছে। সোমবার ২৩-২৭ নং ওয়ার্ডের মানুষজনের জন্য বিধাননগরে এই দুয়ারে সরকার কর্মসূচীর জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এর সুবিধা নিতে সকাল থেকেই প্রচুর মানুষের লম্বা লাইন পড়তে দেখা যায়।
বিধাননগরের সরকারী স্কুলের মাঠে আয়োজিত এই শিবিরে আগত মানুষজন যাতে সরকারের উদ্যোগের পুরোপুরি লাভ নিতে পারে আর যাতে এই সমস্ত পরিষেবা পেতে কোনো অসুবিধা না হয় তার জন্য সকাল থেকে পুরমাতা, পুরপতাদের দেখা যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বিধাননগর ফাঁড়ির পুলিশকেও।