দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি কাঠের দোকান, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮নভেম্বরঃ
রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল দুটি কাঠের দোকান। দুর্গাপুরের ৩০নং ওয়ার্ডের চিত্রভানু সিনেমা হল রোডে পর পর দুটি দোকানের আগুন লাগার ঘটনায় বেশ আতঙ্কিত এলাকাবাসীরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ একটি কাঠের দোকান থেকে আগুনের শিখা বের হতে দেখেন স্থানীয়রা। সেখান থেকেই অপর দোকানটিতেও আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টির আঁচ বুঝতে পেরে স্থানীয়রাই প্রথমে বালতিতে করে জল এনে আগুন নেভাতে উদ্যোগী হন। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে স্থানীয়দের পক্ষে সেই আগুন আয়ত্বে আনা সম্ভব হচ্ছিল না। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগে। সিটিসেন্টার থেকে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করলেও অপর্যাপ্ত জলের কারনে মাঝ পথেই থেমে যায় অগ্নি নির্বাপনের কাজ। আর এতেই পারদ চড়ে যায় এলাকাবাসীদের মধ্যে। পরে ফের জলের ব্যবস্থা করে প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্ব আসে। এই অগ্নিকান্ডের জেরে দুটি দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।