“সাবধান করোনা এখনও রয়েছে” তাই সচেতনতার বার্তা দিতে দুর্গাপুরে পড়ুয়ায়দের সাইকেল র্যালি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ডিসেম্বরঃ
দেশে করোনার মারন ব্যাধি আটকাতে চলতি বছরের মার্চ মাস থেকে টানা লকডাউন চলেছিল। সেই সময় সরকারী নির্দেশিকা জারি করা হয়েছিল যে ঘরের বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরতে হবে সাথে স্বাস্থবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে একে অপরের থেকে। এরপর লকডাউন পর্ব উঠে গিয়ে দেশে চলছে আনলক পর্ব। কিন্তু আনলক পর্ব চললেও দেশ থেকে করোনার প্রকোপ কিন্তু চলে যায়নি, আর সরকারি বিধিনিষেধও প্রত্যাহার করা হয়নি। করোনা ভাইরাস এখনও সুযোগ পেলেই মরন কামড় বসাচ্ছে যত্রতত্র। তাই স্বাস্থ্যবিধি এখনও মেনে চলা উচিত সাথে সচেতনও থাকা দরকার সকলকেই। কিন্তু আনলক পর্ব শুরু হতেই মানুষের মধ্যে যেন কেমন গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। আর এই গা ছাড়া মনোভাবের কারনে ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরী হচ্ছে। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয় রবিবার। শহরের বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ায়া এই র্যালিতে অংশ নেয়। এদিনের র্যালির আয়োজকদের পক্ষ থেকে সাগরময় চৌধুরী জানান যে, “করোনা নিয়ে অবহেলা করলে চলবে না। করোনা নিয়ে মানুষকে আরো বেশী সচেতন হতে হবে নাহলে সমূহ বিপদ।”