দুর্গাপুরের অম্বুজায় পুলিশী অভিযান, বন্ধ করে দেওয়া হল অবৈধ হুক্কাবার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬ডিসেম্বরঃ
দুর্গাপুরে বিনা লাইসেন্সে প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে অবৈধ হুক্কাবার আর তা নিয়ে পুজোর আগে দুর্গাপুর নগর নিগম থেকে অভিযান চালানো হয়। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল এই অবৈধ কারবার। এবার সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার বেঙ্গল অম্বুজায় এরকমই একটি অবৈধ হুক্কাবারে অভিযান চালানো হল। বন্ধ করে দেওয়া হল ওই অবৈধ হুক্কাবারটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক ফেলেই পালিয়ে যায় ওই হুক্কাবারে আসা কয়েকজন যুবক। তবে পুলিশের এই অভিযানে বেশ খুশি ওই এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এই সমস্ত হুক্কাবারে আসা কিওশ্রি কিশোরী থেকে শুরু করে যুবক যুবতীরা নেসায় আসক্ত হয়ে পড়ছে। আর তাদের আচার আচরনের কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
প্রসঙ্গতঃ দিন কয়েক আগে দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি বলেন যে, দুর্গাপুর নগর নিগম থেকে হুক্কাবার চালানোর জন্য কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয় না। এরপরেও সিটিসেন্টারে বেঙ্গল অম্বুজা কিংবা জাংসন মলে রমরমিয়ে চলছে হুক্কাবার। অথচ প্রশাসন সব জেনেও চুপ। মহানাগরিক আরো জানান এ বিষয়ে পুলিশের কাছে লিখিত আবেদনও দেওয়া হয় যাতে তাঁরা এই বিষয়টি দেখেন, যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান দুর্গাপুর নগর নিগম থেকে তার কাছে কোনো লিখিত আবেদন আসেনি। তবে শহরের বুকে এভাবে অবৈধ হুক্কাবার চালানো আইনতঃ অপরাধ। এরপরেই এদিন সিটিসেন্টার ফাঁড়ি থেকে এই অভিযান চালানো হয়। বপ্নধ করে দেওয়া হয় হুক্কাবারটি। আগামীদিনেও এরকম লাগাতার অভিযান চালানো হবে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।