‘মানুষ মানুষেরই জন্য’- এই উপলব্ধি থেকে দুঃস্থদের পাশে দাঁড়িয়ে ২১তম জন্মদিন পালন দুর্গাপুরের শুভমের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ
প্রতি বছর শুভম আজকের এই বিশেষ দিনটা তার পরিবার পরিজন আর বন্ধুদের সাথে খাওয়া দাওয়া, আনন্দ ফূর্তি, হৈ হুল্লোড়ের মধ্যে দিয়ে কাটায়। কিন্তু এ বছর তার জন্মদিনে চতুর্দিকের পরিবেশ এমন হয়ে রয়েছে যে আনন্দ ফূর্তি করার মতো মানসিকতা তার বা তার পরিবারের কারুরই নেই। তবুও তো জন্মদিন বলে কথা। তাই দুর্গাপুরের ৩০নং ওয়ার্ডের বাসিন্দা শান্তনু মুখোপাধ্যায়ের ছেলে বছর একুশের শুভম মুখোপাধ্যায় তার এই জন্মদিনটা একটু আলাদা করে কাটাতে চাইল। না, এবার শুধু আত্মীয় বা বন্ধুদের মধ্যে দিনটাকে সীমাবদ্ধ না রেখে এই দিনটা আরো বেশী সংখ্যক মানুষের সাথে কাটাতে চাইল শুভম।
দেশ জুড়ে লকডাউন পরিবেশে সব থেকে বেশী অসহায় অবস্থার মধ্যে পড়তে হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলিকে। তাই মহামারীর পরিবেশে অভুক্ত মানুষগুলির কথা ভেবে ব্যবসায়ী পরিবারের ছেলে শুভম ঠিক করে যে দুঃস্থদের পাশে দাঁড়াবে। তাই যেমন ভাবা তেমন কাজ। ৩কুইন্টাল চাল, ৩কুইন্টাল আলু ও ১কুইন্টাল ডাল সে ৪নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের হাতে তুলে দেয় ওই দুঃস্থ মানুষগুলির কাছে পৌঁছে দেওয়ার জন্য। শুভমের জন্মদিনে এরকম একটি পদক্ষেপ নিয়ে মানসিকভাবে খুব তৃপ্তি অনুভব করছে বলে জানান মুখোপাধ্যায় পরিবার।