লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০লক্ষ টাকা প্রদান ‘দে গ্রুপ উখরা’র
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত সারা পৃথিবী। বাদ পড়েনি ভারতবর্ষও। তবে সারা বিশ্ব জুড়ে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে কি করে এই সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচানো যায়। তাঁরই একটি পদক্ষেপ এই দেশে চলছে লকডাউন। লকডাউন চলছে এই রাজ্যেও। তবে এই লকডাউন দিয়ে করোনার সংক্রমণ এড়ানোর চেষ্টা চালালেও লকডাউনের প্রভাবে সব থেকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দুঃস্থ গরীব অসহায় মানুষগুলিকে। যদিও তাদের অসহায়তার কথা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ভাবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে শুধু সরকারের পক্ষ থেকে নয়, বিভিন্ন বেসরকারী সংস্থার পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই সাহায্য কখনও পৌঁছে যাচ্ছে সরাসরি সেই সমস্ত দুঃস্থ মানুষদের কাছে, আবার কখনও তা পৌঁছে যাচ্ছে সরকারের কাছে। এরকমই একটি বেসরকারী সংস্থা হল পশ্চিম বর্ধমানের উখরার ‘দে গ্রুপ উখরা’। এই সংস্থার দুই কর্ণধার বিশ্বদীপ দে ও সন্দীপ দে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা অনুদান দেন। শনিবার তাঁরা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারীর হাতে একটি চেক প্রদান করেন।