কাঁকসায় একের পর এক দাঁড়িয়ে যাচ্ছে জিনিস, ভক্তদের দাবি সবই ঠাকুরের কৃপা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ
একদিকে যখন করোনা ভাইরাসের আতঙ্কে মানুষজন আতঙ্কিত তখন অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় ঘটে গেল এক অদ্ভূত ঘটনা যা দেখে রীতিমতো হতবাক সকলে। একের পর এক জিনিস দাঁড়িয়ে যাচ্ছে যা কোনো মতেই দাঁড় করানো সম্ভব নয়।
কাঁকসার সুভাষপল্লী এলাকায় বসবাস করেন পরিবার নিয়ে বসবাস করেন পরিমল গাঙ্গুলী। পরিমলবাবু ও তাঁর স্ত্রী নীতাদেবী অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। আজ রবিবার বিকেলে পরিমলবাবুর কাছে খবর আসে যে দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমে সমস্ত জিনিসপত্র দাঁড়ি য়ে যাচ্ছে। সেই খবর শুনে পরিমলবাবুর পরিবারের সদস্যরা নিজেদের ঘরে অনেক জিনিসপত্র দাঁড় করিয়ে দেখেন যে হ্যাঁ বিষয়টি সত্যি। ঘরে কলম থেকে শুরু করে গাড়ির চাবি, শিলের উপরে নোড়া সমস্ত দাঁড়িয়ে যাচ্ছে। এর আগে যদিও এরকম আশ্চর্যজনক ঘটনা কখনও তাঁরা ঘটতে দেখেননি। কিন্তু দেওঘর থেকে খবর পাওয়ার পর পরীক্ষা করে দেখতে গিয়ে দেখেন তাদের ঘরেও এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটছে। নীতাদেবী বলেন যে, “এই ঘটনার পেছনে ঠাকুরের ইচ্ছা ছাড়া হতে পারে না।”
এদিকে এই ঘটনার বিষয় নিয়ে বিজ্ঞানমঞ্চ থেকে জানানো হয় যে এই ধরনের ঘটনার পেছনে কোনো বিজ্ঞানসম্মত কারন নেই। তবে ঘটনাটি ভাল করে যাচাই করে দেখতে হবে আসল বিষয়টি কি?