দুর্গাপুরে অন্ধকার রাস্তায় সরকারী বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, আলো ও স্পিড ব্রেকারের দাবিতে অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫জানুয়ারীঃ
একেই অন্ধকার রাস্তা তার উপর ফাঁকা রাস্তার কারনে প্রায়শই দুর্ঘটনা ঘটে। কখন প্রাণহানি কিংবা জখমের ঘটনাও ঘটে। প্রশাসনকে বহুবার বলা হয়েছে রাস্তায় স্পিড ব্রেকার ও লাইট লাগানোর অনুরোধ করেও কাজ হয়নি। গতকাল ওই এই রাস্তার উপরে সরকারী বাসের ধাক্কায় এক বাইক আরোহী যুবকের মৃত্যুর ঘটনায় ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে এলাকাবাসীদের। এররেই আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ থেকে দুর্গাপুরের স্টিল হাউস বস্তি সংলগ্ন আশুতোষ মুখার্জী রোড অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, আসেন স্থানীয় কাউন্সিলর। পরে আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
প্রসঙ্গতঃ গতকাল স্টিল হাউস বস্তি সংলগ্ন আশুতোষ মুখার্জী রোডে একটি সরকারী বাস একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই গা ঢাকা দেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসের চালক। স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় একজন পুরুষ ও একজন মহিলা বাইক আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই যুবককে মৃত বলে জানান। হাসপ্তাকে ভর্তি করে নেওয়া হয় মহিলা আরোহীকে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেশোভাগ সরকারী বাস যাতায়াত করে। ফাঁকা রাস্তার কারনে খুব জোরে বাস চালান চালকরা। এদিকে সন্ধ্যের পর রাস্তায় আলো না থাকার দরুন প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। বহুদিন ধরে তাঁরা ওই রাস্তার উপর স্পিড ব্রেকার ও আলোর দাবি জানালেও প্রশাসন নির্বিকার। তাই তাঁরা বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করেন। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলে এই অবরোধ।