অন্ডালে প্রতিবন্ধী রোগীর অস্ত্রপচারের জন্য জরুরী ভিত্তিতে করে দেওয়া হল স্বাস্থ্যসাথী কার্ড
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৫জানুয়ারীঃ
অস্ত্রপচারের আগে স্বাস্থ্যসাথী কার্ড জরুরী ভিত্তিতে তৈরি করে তুলে দেওয়া হল রোগীর পরিবারের হাতে। ঘটনাটি অন্ডাল ব্লকের খাঁন্দরা গ্রামপঞ্চায়েতের সিদুলি দিঘিরবাগান এলাকার। স্থানীয়রা জানান আস্তিকমুনি কর নামে এক প্রতিবন্ধী ব্যক্তি কিছুদিন ধরে গলব্লাডারে পাথরের সমস্যায় ভুগছেন। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর সুস্থতার জন্য অস্ত্রপচারের প্রয়োজন বলে চিকিৎসকরা জানান। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় ওই ব্যক্তি হাসপাতাল থেকে ফিরে আসেন। বিষয়টি জানানো হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারীকে।
শ্যামলেন্দু বাবু জানান গত শনিবার রাতে তিনি অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস কে ওই ব্যক্তির স্বাস্থ্য সাথী কার্ড তৈরির ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানান। বিডিও নিজে উদ্যোগী হয়ে রবিবারই সেই ব্যক্তির স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করেন।
আস্তিকবাবুর স্ত্রী মিনা দেবী জানান কার্ড হাতে পেয়ে সোমবার বিকেলে তার স্বামীকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। আজ মঙ্গলবার তার অস্ত্রোপচার হবে। জরুরী ভিত্তিতে স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়ার জন্য পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু বাবু ও অন্ডালের বিডিওকে তিনি ধন্যবাদ জানান।