দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন, পলাতক অভিযুক্তের বাবাকে আটক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯জানুয়ারীঃ
এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত কলাবাগান বস্তি এলাকায়। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার কিশোরীর মৃতদেহ উদ্ধারের পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। অবিলম্বে দোষীর শাস্তির অভিযোগ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার থেকে শুরু করে স্থানীয়রা।
অভিযোগ উঠছে রাকেশ বাউড়ি(২০) নামে নিউটাউনশিপ থানার অন্তর্গত নবীনপল্লী এলাকার বাসিন্দা এক যুবক মেলা দেখানোর নাম করে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ওই নাবালিকাকে নিজের সাথে নিয়ে যায়। কিন্তু সারা রাতেও ওই নাবালিকা বাড়ি না ফেরায় তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে নাবালিকার পরিবার। এরপর শুক্রবার রাতে এমএএমসির পরিত্যক্ত হাসপাতল সংলগ্ন একটি মাঠে ওই নাবালিকার মৃতদেহ পরে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় পুলিশকে। নিউটাউনশিপ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত ওই যুবক। এলাকাবাসীরা রাকেশের গ্রেফতার সাথে কড়া সাস্তির দাবি জানিয়ে শনিবার সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে রাকেশের বাবা সহ এখনও পর্যন্ত্য তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।