দুর্গাপুরে পুরপিতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বন্ধ উন্নয়নের কাজ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২জানুয়ারীঃ
এবার কাটমানির প্রসঙ্গে সরগরম হল শহর দুর্গাপুর। খোদ শাসকদলের পুরপিতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ঘটনাটি দুর্গাপুরের ১৬ নং ওয়ার্ডের। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মহা নাগরিক।
জানা গিয়েছে উত্তর ২৪পরগণার একটি ঠিকা সংস্থাকে দুর্গাপুরের ১৬নং ওয়ার্ডের একটি ড্রেন তৈরী ও খাল সংস্কারের বরাত দেওয়া হয়েছে। কনিষ্ক মোড় থেকে মেন গেট পর্যন্ত্য দীর্ঘ এই ড্রেনটি তৈরীতে খরচ পড়ছে ২৪কোটি টাকা। ডিসেম্বরের ৩০ তারিখ থেকে ড্রেনটির কাজ শুরু হয়েছে। অভিযোগ উঠছে ১৬নং ওয়ার্ডের পুরপিতা সুশীল চ্যাটার্জী ও তার ভাই ধনাই দলবল নিয়ে কাজের জায়গায় গিয়ে ওই ঠিকা সংস্থার কজাএর দায়িত্বে থাকা সহিদুল ইসলামকে হুমকি দেন পুরপিতার পাঠানো লোকজনদের কাজে নিতে হবে, কাজের জন্য প্রয়োজনীয় কাঁচামাল তাদের থেকে নিতে হবে, সাথে ১০লক্ষ টাকা পুরপিতাকে দিতে হবে। আর রতা না করলে তাদের প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনার জেরে আপাতত কাজ বন্ধ রেখেছে ওই ঠিকা সংস্থাটি। ঠিকা সংস্থার পক্ষ থেকে সহিদুল ইসলাম বলেন যে, বিষয়টি দুর্গাপুর নগর নিগমের মেয়রকে ও দুর্গাপুর থানায় লিখিত আকারে জানানো হয়েছে। সাথে তিনি এও জানান যে, এভাবে হুমকির মুখে পড়ে কাজ করতে তাঁরা পারবেন না। প্রয়োজনে কাজ বন্ধ করে দিয়ে তাঁরা চলে যাবেন।
অন্যদিকে এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের মেয়র দিল্প অগস্তি বলেন তিনি অভিযোগ পেয়েছেন আর বিষয়টি নিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন।