দুর্গাপুরবাসীর জন্য সুখবর, শহরে এসে পৌঁছোলো করোনার ভ্যাকসিন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪জানুয়ারীঃ
দুর্গাপুরবাসীর জন্য সুখবর। আগামী ১৬ই জানুয়ারী থেকে দুর্গাপুরে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে। সেই মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমে এসে পৌঁছোলো ১০০টি করোনার ভ্যাকসিন। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন দুর্গাপুর নগর নিগমে একটি ভ্যাকসিনের ভ্যান এসে পৌঁছোয়। এই ভ্যানে করে প্রাথমিক পর্যায়ে ১০০টি ভ্যাকসিনের অ্যাম্পুল পাঠানো হয়েছে বলে জানালেন মহানাগরিক দিলীপ অগস্তি। আগামী ১৬ই জানুয়ারী দুর্গাপুরের সিধো কানহু স্টেডিয়ামে প্রথম সারির করোনা যোদ্ধা যেমন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, দমকল বিভাগের কর্মী এরকম ১০০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান মহা নাগরিক। যদিও দুর্গাপুর নগর নিগম এলাকার মোট ২০০০ জনকে চিহ্নিত করা হয়েছে যাদের এই ভ্যাক্সিন দেওয়া হবে। তবে প্রথম পর্যায়ে এই ১০০ জন কোভিড যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনের ভ্যান দুর্গাপুর নগর নিগমে আসার পরেই মানুষের মধ্যে তা দেখার উৎসাহ নজরে পড়ে।