লাউদোহায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙ্গচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৪জানুয়ারীঃ
এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লাউদোহা থানার ইছাপুর পঞ্চায়েতের পাটশাওরা গ্রামের মাঝপাড়ায়।
স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে সোমনাথ ভান্ডারী নামে এক বিজেপি কর্মীর বাড়িতে ভাংচুরের ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে বেশ কয়েক জন দুষ্কৃতী ভাঙচুর চালায়। বাড়ি ভাংচুরের পাশাপাশি আসবাবপত্র ফেলে দেওয়া হয় পুকুরের জলে। বিজেপি করার অপরাধেই তার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে দাবি করেন সোমনাথ বাবু।
তিনি বলেন আগেও বহুবার তাকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে। গ্রামে থাকতে হলে বিজেপি করা চলবে না বলেও শাসিয়ে ছিল তারা। দিন পাঁচেক আগেও তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। তারপরেই সপরিবারে সোমনাথ বাবু গোপালমাঠে তার মামার বাড়িতে গিয়ে আশ্রয় নে। সোমনাথ বাবু বলেন দলের কর্মীদের কাছ থেকে গত রাতে বাড়িতে হামলার খবর পেয়েছি। ভয়ে এলাকায় ফিরেতে পারছিলাম না। দলের কর্মীদের সাথে আজ বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরেছি। তৃণমূল কর্মী গোপীনাথ গড়াই, মন্তেরাম গড়াই, যাদব গড়াই এরাই গতরাতে বাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি করেন সোমনাথ বাবু। আজ এলাকায় সোমনাথবাবু ও তার মাকে নিয়ে মিছিল করে বিজেপির কর্মী-সমর্থকেরা। পাশপাশি গ্রামের ভেতরের রাস্তাও অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
স্থানীয় বিজেপি নেতা সঞ্জিত বাউরি জানান এইবারই প্রথম নয়,আগেও এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানো্র পাশাপাশি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না। পুলিশ দল দাসে পরিণত হয়েছে।
অন্য দিকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে। দলের পক্ষে ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান বিজেপি তৃণমূলের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না। তাই মাঝেমধ্যেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে থাকে তারা।