কাঁকসায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে জনবহুল এলাকা জীবানুমুক্ত করার কাজ শুরু
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৬এপ্রিলঃ
সারা বিশ্ব এখন কাঁপছে করোনা আতঙ্কে। আর এর প্রভাব থেকে বাঁচাতে দেশকে লকডাউন করা হয়েছে। এরই পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে তৎপর সরকার যতরকম পন্থা আছে সেই পন্থা অবলম্বন করছে। এই সব পন্থার মধ্যে একটি হল স্যানিটাইজার স্প্রে করা। অতিমধ্যে কলকাতায় স্যানিটাইজার স্প্রে করে শহরকে সংক্রমণ মুক্ত করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। এবার শিল্পশহর দুর্গাপুরেও সেই একই পদক্ষেপ নিতে দেখা গেল কাঁকসা প্রশাসনকে। আজ সোমবার কাঁকসার ব্লক উন্নয়ন দপ্তর ও কাঁকসা পুলিশের যৌথ উদ্যোগে দমকল বাহিনীর মাধ্যমে জীবানুমুক্ত করার কাজ আরম্ভ হল। এদিন ব্লকের সমস্ত প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে যেমন ব্লক উন্নয়ণ দপ্তর, কাঁকসা থানা, এসিপির দপ্তর ছাড়াও পানাগড় স্বাস্থ্যকেন্দ্র ও জনবহুল এলাকা যেমন পানাগড় মিনি বাজারে স্যানিটাইজার স্প্রে করা হল। কাঁকসা প্রশাসনের এই উদ্যোগে বেশ খুসি এলাকার মানুষজন।