কাঁকসায় পঞ্চায়েত দপ্তর ঘেরাও বিজেপির
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৫জানুয়ারীঃ
কাঁকসার শর্মা পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি নতুন নিকাশী নালা অর্ধেক তৈরী হয়ে পড়ে রয়েছে। এর ফলে এলাকার রাস্তার মধ্যে জমে রয়েছে নোংরা জল। যাতায়াতে সম্যসায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। কাঁকসা পঞ্চায়েতকে বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে শুক্রবার কাঁকসা পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত দপ্তরে পৌঁছোয় কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী।
বর্ধমান সদরের বিজেপি নেতা রমন শর্মা বলেন এলাকায় উন্নয়ন হয়নি,নিকাশী নালার জল এলাকার মধ্যে জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, নোংরা জলের উপর পেরোতে হচ্ছে এলাকাবাসীদের।
অন্যদিকে কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান সাবিরান মল্লিক পাল্টা অভিযোগ করেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য রয়েছে যিনি এখন বিজেপি নেতা। পঞ্চায়েতকে কোন কিছু জানায়নি বলে অভিযোগ। নিকাশী নালার কাজ সম্পূর্ণ করতে মিস্ত্রি গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের।