বুদবুদে বিতর্কিত নির্মিয়মান কালভার্টের রড উদ্ধার নর্দমা থেকে, সাজানো ঘটনা বলল বিজেপি
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১৪জানুয়ারীঃ
পূর্ব বর্ধমানের দেবশালা পঞ্চায়েতে বৃহস্পতিবার একটি নির্মীয়মাণ কালভার্টে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই এর অভিযোগ করেছিল এলাকার বিজেপি কর্মীরা। দেবশালা পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল বিজেপি কর্মীরা। তদন্তের আশ্বাস দিয়েছিলেন দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সী।
আজ অর্থাৎ শুক্রবার কালভাট ঢালাই এর নির্মিয়মান কালভার্টের রড পাশের নর্দমা থেকে উদ্ধার হয়েছে বলে দাবি পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সীর। তারপরেই বুদবুদ থানায় লিখিত অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান, এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তির দাবিও জানান তিনি।
অন্যদিকে বর্ধমান সদরের বিজেপি নেতা রমন শর্মা পাল্টা অভিযোগ করেন ঢালাই তো কাটা রড দিয়ে হয়, নর্দমা থেকে উদ্ধার হয়েছে বান্ডিল করা রড। নিজেদের দোষ ঢাকতে এই কাজ তৃণমূলের লোকেরাই করেছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা।