দুর্গাপুর থেকে ব্যবসায়ী অপহরনের চেষ্টা, ধৃত তিন অপহরনকারী
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬জানুয়ারীঃ
অপহরন করতে গিয়ে কাঁকসা পুলিশের জালে ধরা পড়ল তিনজন অপহরনকারী। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বরাকরের বাসিন্দা অজিতেশ মণ্ডল নামে এক ব্যাক্তি বিভিন্ন মেশিক্যাল, ইঞ্জিনিয়ারিং সহ এরকম বিভিন্ন কোর্সে ভর্তি করানোর এজেন্সি চালান। সম্প্রতি এরকমই মেডিক্যালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। এই বেশ কয়েকজন অভিযোগকারীর মধ্যে রয়েছেন সুমন সাহা যার বাড়ি নদীয়ার ভাটপাড়ায়, ধ্রুবজ্যোতি চৌধুরী যার বাড়ি বর্ধমানে ও ভুবন গোস্বামীও রয়েছে যার বাড়ি দুর্গাপুরের কড়ঙ্গপাড়ায়। এদের অভিযোগ অভিযুক্ত অজিতেশ মণ্ডল এদের মেডিক্যালে ভর্তির সুযোগ করে দেবেন এই প্রতিশ্রুতিতে ২০ল লক্ষ টাকা নিলেও প্রতিশ্রুতি ভঙ্গ করেন বলে অভিযোগ। এরপর গতকাল অর্থাৎ শুক্রবার মুচিপাড়ায় একটি হোটেলে সামনে অভিযুক্ত অজিতেশ মন্ডলকে ওই তিন অপহরনকারী পাকড়াও করে। প্রথমে তাঁকে মারধর করে, পরে তাঁকে গাড়িতে তুলে বর্ধমানের দিকে নিয়ে যায়। এদিকে অজিতেশ মন্ডলের অপরহরনের বিষয়টি গোপন সুত্রে কাঁকসা পুলিশের কাছে পৌঁছোয়। কাঁকসা পুলিশ অপরহরনের বিষয়টি বিভিন্ন থানার কন্ট্রোল রুমে জানায়। এরপর বর্ধমানের নাকা চেকিংয়ে অপহৃত সহ গাড়িটিকে পাকড়াও করে বর্ধমান থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবতঃ অজিতেশ মণ্ডলকে অপহরন করে এরা ওই টাকা মুক্তিপন হিসেবে চেয়ে অজিতেশ মণ্ডলের পরিবারের কাছ থেকে আদায় করার পরিকল্পনা করেছিল যা পুলিশের তৎপরতায় ভেস্তে যায়।