পান্ডবেশ্বরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৮জানুয়ারীঃ
বালির ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় যুবকের । ঘটনাটি ঘিরে ছড়ায় উত্তেজনা । যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি সংলোগ্ন 60 নম্বর জাতীয় সড়কে ।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার বেলা সাড়ে ১১ টা নাগাদ পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় ঘটনাটি ঘটে । সেই সময় পাণ্ডবেশ্বর থেকে হরিপুরের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক যুবক । উল্টো দিক দিয়ে আসছিল ইসিএলের বালিবোঝাই একটি ট্রাক । ঘটনাস্থলে ট্রাকটির একটা টায়ার ফেটে যায় । সেই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা মারে বাইকে । মারাত্মক জখম অবস্থায় আহত বাইক আরোহী কে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায় পান্ডবেশ্বর থানার পুলিশ । সেখানে চিকিৎসকরা জখম বাইক আরোহী কে মৃত বলে ঘোষণা করেন । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা জড় হয় ঘটনাস্থলে । ভিড়ের কারণে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক । পরে পুলিশের তৎপরতায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় । এদিকে দুর্ঘটনার কারণে ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে । তাদের অভিযোগ এই একই জায়গায় বারবার দুর্ঘটনার ঘটনা ঘটছে । গত এক-দেড় বছর এ দুর্ঘটনায় এইখানে কম করে সাত জনের মৃত্যু হয়েছে বলে তাদের দাবি । জায়গাটি দুর্ঘটনা প্রবন বলে বোর্ড লাগানোর পাশাপাশি যান নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার লাগানোর দাবি জানান তারা । অন্যদিকে মৃত যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর ।