দুর্গাপুরে উল্টে যাওয়া পিক আপ ভ্যান থেকে মাছ লুট
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪জানুয়ারীঃ
মাছ ভর্তি পিক আপ ভ্যান উল্টে সমত মাছ ছড়িয়ে পড়ল রাস্তার উপর আর সেই সুযোগে প্রায় ১০০ কিলোগ্রামের মতো মাছ লুট করে নিয়ে গেল এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরের ২নং জাতীয় সড়কের উপর।
পিক আপ ভ্যানের চালক জানান, প্রায় ৯০০ কেজি জ্যান্ত মাছ কলকাতা থেকে বিহার নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরের কাছে গাড়িটির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার উপর ছড়িয়ে পরে বেশিরভাগ মাছ। সেই সুযোগে স্থানীয় আর পথচলতি লোকজন ছুটে এসে রাস্তার উপর ছড়িয়ে পরা মাছ তুলে নিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর উল্টে যাওয়া পিক আপ ভ্যানটিকে সোজা করা হয়। রাস্তার উপর ছড়িয়ে যাওয়া মাছ অন্য একটি গাড়িতে তুলে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে।