ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বাধার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে লাউদোহায় তৃণমূলের ধীক্কার মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫জানুয়ারীঃ
ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতায় বাধাদান ও অপমান করার প্রতিবাদে মিছিল করে ধিক্কার জানাল তৃণমূল কংগ্রেস। সোমবার গোগলা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের মিছিলটি হয়। মিছিলের সূচনা হয় মাধাইপুর কোলিয়ারি থেকে শেষ হয় গোগলায়। মিছিলে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, শ্রমিক নেতা হরেরাম সিং সহ প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থক।
সুজিত বাবু বলেন ২৩ শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীতে কলকাতার ভিক্টোরিয়ায় সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মুখ্যমন্ত্র কে বক্তৃতা দেওয়ার সময় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বক্তৃতায় বাধা দেয় বিজেপি সমর্থকরা। সরকারি অনুষ্ঠানে এই ধরনের ঘটনা নজিরবিহীন। মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের সব অংশের মানুষ। তারই অঙ্গ হিসেবে এদিনের ধিক্কার মিছিল বলে জানান সুজিত বাবু।