দুর্গাপুরে অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯জানুয়ারীঃ
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির অন্তর্গত দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতী রোড থেকে। ওই যুবকের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ অজ্ঞাতপরিচয় যুবকের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা করছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে ওই এলাকায় একটি টাওয়ারের নিচে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশের। বি-জোন ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।